নিখোঁজ সংবাদ
নাম শিরিনা আক্তার বয়স ২১
পিতার নাম মোঃ দ্বীন ইসলাম
গ্রাম-নিতারকান্দি ওয়ার্ড ০৭ থানা-বাজিতপুর
জেলা- কিশোরগঞ্জ
এই মেয়েটি বাক প্রতিবন্ধী। তার নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে বলতে পারেনা
মেয়েটি গত শনিবার ০৫/এপ্রিল সকাল অনুমান ৭ ঘটিকার সময় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। মেয়েটি বাক প্রতিবন্ধী। গায়ের রং-শ্যামলা,উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, মুখ মন্ডল গোলাকার, মেয়েটির পড়নের ছিল- বেগুনী কালারে জামা,মেয়েটি শুধু আব্বা আম্মা বলতে পারে- অন্য কিছু বলতে পারে না, দুই হাতে ২টি ব্যসলাইট, কাদে ১টি ব্যাগ ছিল।
এ বিষয়ে কিশোরগঞ্জ বাজিতপুর থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং-২৬২ যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা: নিতারকান্দি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
মেয়েটির পিতা: মো দ্বীন ইসলাম মোবা: ০১৭৭৩৮৫৩৫৫৭
মোবাইল নাম্বার : ০১৬৪৮৬৬৯০৪১ / ০১৯৫৯১৬৫৭১৫