নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ হাজার পিছ ইয়াবা সহ গ্রেপ্তার ১
গতকাল বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকাথেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন মুন্সিরগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে আব্দুল রশিদের ছেলে মামুন।
সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল রহমান জানান, ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।