চুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিন মাদককারবারি আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার কুতুবপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ইয়াবা জব্দ করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, দামুড়হুদার পুরোনো বাস্তুপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হক (৪২), একই উপজেলার দূর্গাপুর গ্রামের আজিবর রহমানের ছেলে আব্দুল আলিম (৩০) ও ঠাকুরপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে মোহাম্মদ ডালিম (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে কুতুবপুর গ্রামের মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় গ্রামের হক সাহেবের বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখা হয়েছে।