ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়

আশুলিয়ায় দূরপাল্লার যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ড

সুজন আহমেদ
এপ্রিল ৬, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় দূরপাল্লার যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ড

সাভারের আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টা ৪০ মিনিটের দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কাশিমপুর থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, রাতে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় পৌঁছলে বাসের জ্বালানি তেলের ট্যাংকের কাছাকাছি শর্ট সার্কিট হয়ে বাসে আগুন লেগে যায়। বাসের চালক কৌশলে বাস সাইড করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন ইন্সপেক্টর সুমেন বড়ুয়া বলেন, রাত ৮টা ৪০ মিনিটে বাসে আগুনের খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৮টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিন অথবা ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাসের মাঝামাঝি থেকে পেছনের অংশ আংশিক পুড়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।