ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রমজানের ঈদের টানা ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি পটুয়াখালী
এপ্রিল ৩, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

রমজানের ঈদের টানা ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া

প্রকৃতি প্রেমী মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে পর্যটন নগরী কুয়াকাটা। ঈদুল ফিতরের শেষ বিকাল থেকে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) পর্যন্ত লাখো পর্যটকের পদচারণে সাগর কন্যার সব দর্শনীয় স্থানে মানুষের পদচারণে মুখোর হয়ে উঠেছে। বেচা-বিক্রিতে জমে উঠেছে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

সরেজমিন আজ বৃহস্পতিবার দেখা গেছে, ভোরের সূর্য পূব আকাশে উকি দেওয়া থেকে শুরু করে পশ্চিমাকাশে অস্ত যাওয়া পর্যন্ত সৈকতের ঝাউব, নারিকেল ও তাল বাগান, গঙ্গামতিচর, কাউয়ারচর, লেম্পুরবন, ফাতরাবনসহ রাখাইনদের ঐতিহাসিক স্থাপনায় পর্যটকের উপচেপড়া ভিড়।

 

ঢাকা থেকে আসা কিছু পর্যটক বলেন, আমরা টানা ৯ দিনের ছুটি পেয়েছি। তাই ৪ দিন কুয়াকাটায় থাকব এবং এখানকার সব দর্শনীয় স্থান পরিদর্শন করব। কেননা কুয়াকাটার সৌন্দর্য এক-দুদিনে দেখে শেষ করা যায় না। তাই আমরা হাতে সময় নিয়ে এসেছি। আমাদের মতো লাখো পর্যটক কুয়াকাটায় বেড়াতে এসেছেন।

কুয়াকাটা সৈকত সংলগ্ন ব্যবসায়ী মো. সুলতান আহম্মেদ বলেন, আমাদের এখন কথা বলার সুযোগ নাই। ভোর থেকে শেষ রাত পর্যন্ত চলে বেচা-বিক্রি। প্রতিদিন কুয়াকাটায় হোটেল-মোটেল থেকে সৈকতের ফটোগ্রাফার পর্যন্ত সব সেক্টরে শতকোটি টাকার বাণিজ্য হচ্ছে।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পর্যটক সেবা নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিতে কুয়াকাটার সর্বত্রই আমরা র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ গোয়েন্দাদের বহু টিমে বিভক্ত করে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি..!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।