ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে আগুন : প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কে.এম.সোহেল হাওলাদার
এপ্রিল ৩, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

ট্রেনে আগুন : প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টা দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। এক পর্যায়ে বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের জেনারেটরের বগিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেনটি থামানো হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের আগুন নিভায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটির সরিয়ে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাদির-উজ-জামান জানান, চলন্ত ট্রেনে আগুন লাগলে ট্রেনটি থামানো হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। পরে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস এর ওয়ার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রেনের আগুন পুরোপুরিভাবে নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের জেনারেটার অতিরিক্ত হিট হওয়ায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।