ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে রুমা আক্তার নামে (৩৫) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে রুমা আক্তার  (৩৫)  নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে রুমা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর পরিবারের দাবি তার স্বামীর মোবাইল ফোন রিসিভ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী দেলোয়ার হোসেন (৪৫) পলাতক রয়েছেন।

দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ভুট্টা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত রুমা আক্তার ২ সন্তানের জননী ছিলেন।

গৃহবধূর মা রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, বিয়ের প্রায় ১৪ বছর ধরে রুমা বিভিন্নভাবে স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়। প্রায় সময় মারপিট করা হতো রুমাকে। গতরাতে স্বামীর মোবাইল ফোনে একটি ফোন আসার পরে সেটি রিসিভ করেন গৃহবধূ রুমা। এ নিয়েই শুরু হয় ঝগড়া। অবশেষে নির্যাতন করে রুমাকে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেল পালিয়েছেন তার স্বামী ও শশুড়বাড়ির লোকেরা। রুমা হত্যার উপযুক্ত বিচারের দাবি পরিবারটির।

এদিকে দেলোয়ারের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীন মোহাম্মদ।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।